শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বাইশ বছর পর একসঙ্গে অভিনয় করলেন আফজাল ও মৌসুমী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

এবারের ঈদের জন্য বেশ কয়েকটি নাটক টেলিফিল্ম নির্মাণ করছেন আরিফ খান। প্রতিটি নাটকেই রয়েছে আলাদা চমক। এই চমকের অংশ হিসেবে বদরুল আনাম সৌদ’র গল্পে আরিফ খান তার ‘ভুলে ভরা গল্প’ টেলিফিল্মে বাইশ বছর পর একসঙ্গে জুটি করলেন আফজাল হোসেন ও মৌসুমীকে। আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারের জন্য এরইমধ্যে টেলিফিল্মটির নির্মাণ কাজ শেষ হয়েছে। নাট্যকার বদরুল আনাম সৌদ বলেন, ‘ভুলে ভরা গল্প’ একেবারেই বিনোদন নির্ভর একটি কমেডি নাটক। ভিন্ন দৃষ্টি ভঙ্গিতে বড় হওয়া কয়েকজন মানুষ একত্রিত হলে কী হতে পারে তাই এই নাটকে দেখানোর চেষ্টা করা হয়েছে।’ আফজাল হোসেন বলেন, ‘একটি ভালো গল্প, গুণী নির্মাতা এবং শিল্পীদের সমন্বয়টা যখন ভালো হয়, তখন আমি অভিনেতা হিসেবে উচ্ছ¡সিত হই। আমার মনে হয়, সবমিলিয়ে একটি ভালো কাজ হবে। দীর্ঘদিন পর মৌসুমীর সঙ্গে কাজ করতে এসে একটি বিষয় লক্ষ্য করলা,ম দীর্ঘ সময়ে অনেক উত্থানের পরও মৌসুমী যেমন ছিলো ঠিক তেমনই আছে-আর এটাই তার অনেক বড় যোগ্যতা। যে কারণে সে আমার বয়সে ছোট হলেও তার এই যোগ্যতাকে সমীহ করি, সম্মান করি। কেয়ামত থেকে কেয়ামত কিংবা সুন্দরী প্রিন্ট শাড়ির বিজ্ঞাপনে মৌসুমীকে যারা দেখেছেন তারাও যেমন তাকে দেখে মুগ্ধ হয়েছেন, যারা দেখেননি পরবর্তীতে শুনেও মুগ্ধ হয়েছেন। কিছু মানুষের জন্মসূত্রে এক ধরনের আকর্ষণের ব্যাপার থাকে, মৌসুমীর তা আছে।’ মৌসুমী বলেন, ‘আফজাল ভাইয়ের সঙ্গে দীর্ঘ বাইশ বছর পর অভিনয় করেছি এটা আমার জন্য অনেক ভালোলাগার, আনন্দের। টিভি নাটকে তিনি আমার অন্যতম প্রিয় অভিনেতা। মানুষ হিসেবেও তিনি খুব ভালো মনের। সবচেয়ে বড় কথা আফজাল ভাই অনেক অভিজ্ঞ একজন অভিনেতা, নির্মাতা। যে কারণে তারসঙ্গে দীর্ঘ বাইশ বছর পর কাজ করার আনন্দ’টা অন্যরকম ছিলো। কাজ করার সময়টাতে অনেকে ভিড় করেছে। ধন্যবাদ নির্মাতা আরিফ খানকে এমন একটি কাজে আমাকে সম্পৃক্ত রাখার জন্য।’ এবারের ঈদের জন্য মৌসুমী তৌকীর আহমেদ’র বিপরীতে শ্রাবণ চক্রবর্তী দিপুর নির্দেশনায় ‘কাঁদে মন কাঁদে ভালোবাসা’য় অভিনয় করেছেন। এছাড়া এবারের ঈদে মাছরাঙ্গা টিভিতে তাকে নিয়ে বিশেষ একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে যা মৌসুমী ভক্তদের জন্য ঈদের চমক হিসেবে থাকছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন