বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কালকিনিতে শিক্ষক শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার

কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৮, ১২:১৩ পিএম

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বছরের পর বছর আবেদন করেও কোন সুফল না পেয়ে অবশেষে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার হাসপাতাল থেকে দক্ষিণ রাজদী গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের কাজে নেমেছে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর শিক্ষক শিক্ষার্থীরা। তারা স্কুলের অর্থায়নে ইট বালু সহ অন্যান্য উপকরণ ক্রয় করে নিজেরাই স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করছেন। তবে স্কুলের প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন সহ শিক্ষক শিক্ষার্থী ও গ্রামবাসী অভিযোগ করে বলেন ‘ হাসপাতাল থেকে দক্ষিণ রাজদী সড়কটি দিয়ে যেমনি গ্রামবাসী যাতায়াত করে তেমনি প্রতিদিন স্কুল কলেজের হাজার হাজার ছাত্র ছাত্রী চলাচল করে। কয়েক বছর ধরে সড়কটি বেহাল দশায় পরিনত হয়ে চরম দূর্ভোগের শিকার হয় তারা। একই সাথে প্রতিনিয়ত ঘটতে থাকে দূর্ঘটনা। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেয়ায় অবশেষে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর শিক্ষক শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কারের কাজ শুরু করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন