শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

এনডিসি ও ডিএসসিএসসি’র ১৬তম যৌথসভা অনুষ্ঠিত

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) পরিচালনা পর্ষদের ১৬তম যৌথ সভা রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনডিসি ও ডিএসসিএসসি এর পরিচালনা পর্ষদের সভাপতি হিসাবে যৌথ সভায় সভাপতির আসন অলংকৃত করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী, প্রধান, বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল ষ্টাফ অফিসার, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় (অর্থ বিভাগ), প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) সচিব, ঢাকা, জাহাঙ্গীরনগর, বিইউপি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে, সশস্ত্র বাহিনীর মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান দুইটির উন্নতি ও অগ্রগতিতে তার সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি পরিচালনা পর্ষদের সদস্যগণকে কলেজদ্বয়ের উন্নতি ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী প্রতিষ্ঠান দুইটির কর্তৃপক্ষকে দেশের নিরাপত্তা ও উন্নয়নের সাথে সংগতি রেখে সময়োপযোগী প্রশিক্ষণ প্রদানের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই ধারাকে অব্যাহত রাখার পরামর্শ দেন। তিনি জ্ঞান ভিত্তিক সামরিক-অসামরিক নেতৃত্ব তৈরী এবং জাতীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের নির্দেশনা প্রদান করেন। সভায় এনডিসি এবং ডিএসসিএসসি এর কমান্ড্যান্টদ্বয় নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর সংক্ষিপ্ত বিবরণী প্রদান করেন। পরিচালনা পর্ষদ বিগত সভা সমূহে গৃহীত সিদ্ধামতসমূহের অগ্রগতি পর্ষালোচনা করতঃ ১৬তম সভার এজেন্ডা অনুযায়ী উপস্থাপিত বিষয়ে বিস্তারিত আলোচনার আলোকে সিদ্ধাত গৃহীত হয়। সভা শেষে প্রতিষ্ঠান দুইটির কমান্ড্যান্টগণ প্রধানমন্ত্রীকে এনডিসি ও ডিএসসিএসসি’র উন্নয়নের জন্য অবারিত সহায়তা ও দিক নির্দেশনা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন