বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চকরিয়ায় গাছে বেধে শিশু নির্যাতনের অভিযোগ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৮, ১১:০৫ এএম

চকরিয়ায় এক স্কুল ছাত্রকে গাছের সাথে বেঁধে মারধর করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। আহত মোঃ হারুনর রশিদ (১০) মালুমঘাট মডেল পাবলিক স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ও ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী গ্রামের ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোঃ আবু ছালেকের পুত্র। শনিবার সকাল ১১টায় পূর্ব ডুমাখালী চলাচল সড়কে এ ঘটনাটি ঘটে।
থানায় দায়ের করা পিতার এজাহারে জানা যায়, ঘটনার দিন সকালের দিকে পুত্র হারুনর রশিদ তার বন্ধুদের সাথে পূর্ব ডুমখালী সামাজিক বনায়নের পাশ দিয়ে চলাচল সড়কে যায়। এসময় একই এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র জসিম উদ্দিন (৫০) হীন উদ্দেশ্য চরিতার্থ করতে তাদের তারিয়ে নিয়ে যায়।
আত্মরক্ষার্থে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও শিশু হারুনকে ঝাপটে ধরে শরীরে আঘাত করতে থাকে। একপর্যায়ে শিশু হারুনকে বনের লতা দিয়ে গাছের সাথে বেঁধে লাথি, কিল, ঘুষি মারতে থাকে। এতে শিশুটির নাকের ডগা ছিঁড়ে রক্ত ঝরতে তাকে। তখন এলাকার দুই ব্যক্তি মোটরসাইকেলে আসতে দেখে হামলাকারী জসিম উদ্দিন পালিয়ে যায়। তারা গুরুতর আহতাবস্থায় শিশুটি উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বকতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ডুলাহাজারায় এক শিশুকে বেঁধে মারধর করার এজাহার পেয়েছেন স্বীকার করে এব্যাপারে ব্যবস্তা নেয়া হবে বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন