শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুদ্ধ হবে না, আলোচনাও নয় : খামেনি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে যেমন যুদ্ধ হবে না, তেমনি তাদের সঙ্গে আলোচনাতেও বসবে না তেহরান। সোমবার ইরানের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক মানুষের সঙ্গে তেহরানে এক মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্সটুডে এখবর জানিয়েছে। খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হবে না, কারণ আমরা অতীতের মতোই কখনও আগে যুদ্ধ শুরু করব না। এ ছাড়া, মার্কিনিরাও আগে হামলা শুরু করবে না। কারণ সেক্ষেত্রে তারা শতভাগ ক্ষতির সম্মুখীন হবে। ইরানের জনগণ প্রমাণ করেছে, তারা যেকোনও আগ্রাসী শক্তিকে দাঁতভাঙা জবাব দেয়। আলোচনার ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, নিখুঁত বিশ্লেষণ, অতীত অভিজ্ঞতা এবং একটি প্রতারক ও আধিপত্যকামী শক্তির সঙ্গে আলোচনার ক্ষতির কথা বিবেচনা করে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসব না। যদি কখনও আমরা আলোচনায় বসতে রাজি হই তবে তা বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে হবে না। পরমাণু সমঝোতাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিণতির সুস্পষ্ট নমুনা হিসেবে উল্লেখ করে খামেনি বলেন, তাদের সঙ্গে বিশ্বের যে দেশই আলোচনায় বসেছে তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। যদি আলোচনায় বসা দেশটি আমেরিকার তাঁবেদার হয় তাহলে ভিন্ন কথা। কিন্তু মার্কিন সরকার স¤প্রতি ইউরোপীয়দের সঙ্গেও অসদাচরণ করেছে। ৭ আগস্ট ইরানের স্বর্ণ ও অন্য মূল্যবান ধাতু বাণিজ্যকে লক্ষ্যবস্তু বানিয়ে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। আগামী নভেম্বর থেকে ইরানের ওপর দ্বিতীয় পর্যায়ে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন