বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উত্তপ্ত ভারত-চীন সীমান্ত এবার সমস্যা লাদাখে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীন। এবার সমস্যা হচ্ছে সেনাসদস্যরা। চীনের সৈন্যরা তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছে সেখানে। এতেই পরিস্থিতি আরো সঙ্গীন হয়ে উঠেছে। নেরলং এলাকায় একটি রাস্তা নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে দুই সপ্তাহ আগে এই উত্তেজনার শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যমের মতে, ভারতের স্থানীয় প্রশাসন ওই রাস্তা বানানোর কাজ শুরু করলে চীনের সৈন্যরা এসে এলাকাটি তাদের দাবি করে কাজ বন্ধ রাখার দাবি তোলে। এই উত্তেজনার মধ্যে চীনা সৈন্যরা পশুপালকের ছদ্মবেশে শেরডং-নেরলং নাল্লান এলাকায় বিবদমান সীমান্তের ৩০০-৪০০ মিটার ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে পাঁচটি তাঁবু গেঁড়ে ফেলে। তখন আশপাশ থেকে ভারতীয় সৈন্যরাও অবস্থান নেয় ওই এলাকায়। এই পরিস্থিতিতে ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠকে বসে দুই বাহিনী। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন