বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন দেশের গরীবের মুখে হাসি ফোটাবার -বজলুল হক হারুন, এমপি

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৮, ৫:৩৬ পিএম | আপডেট : ৫:৩৬ পিএম, ১৫ আগস্ট, ২০১৮

 ধর্ম বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ঝালকাঠি ০১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি, বজলুল হক হারুন বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা চতুষ্পদ জন্তু। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন দেশের গরীব অসহায় মানুষের মুখে হাসি ফোটাবার। তার স্বপ্ন বাস্তবায়নের আগেই ১৫ আগস্ট নির্মম ভাবে স্ব-পরিবারে তাকে হত্যা করা হয়। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মানুষের কল্যাণে কাজ করছেন। বাঙালী জাতীকে বিশ্বের দরবারে সমাসীন আসনে প্রতিষ্ঠিত করেছেন, সারা দেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করেছেন। এ দলটি আলেম ওলামাদের দল, কারণ ইসলামিক ফাউন্ডেশন জাতির পিতার হাতে গড়া প্রতিষ্ঠান, এখান থেকে প্রতি বছর লক্ষ লক্ষ শিশু ধর্মীয় শিক্ষা লাভ করছে, ধর্মীয় শিক্ষা ছাড়া পূর্নাঙ্গ শিক্ষা অসম্ভব। তার কন্যা ক্ষমতায় এসে গরীব দুঃখী মানুষের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মাতৃত্বকালীন ভাতা দিচ্ছেন। ভিজিএফ ও ভিজিডির মাধ্যমে চাল দিচ্ছেন। নিজস্ব অর্থায়নে পদ্মা ব্রিজ নির্মিত হচ্ছে, দেশের শিক্ষা সংস্কৃতি, সহ শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন হয়েছে। কওমি শিক্ষাকে মাস্টার্স সমমানের করে সরকারী চাকুরীর সুযোগ করে দিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ও, বায়তুল মোকারম মসজিদ প্রতিষ্ঠা করেছেন। গতকাল বুধবার (১৫ আগস্ট) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি ও কানুদাশকাঠি ইসলামিক মিশন ঝালকাঠি এর যৌথ উদ্যোগে কানুদাসকাঠি ইসলামি কমপেক্স হল রুমে খতমে কুরআন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন-ইসলামিক মিশন ঝালকাঠির সিনিয়র প্রোগ্রাম অফিসার মোহাম্মাদ রফীকুল্লাহ নেছারী, বক্তব্য রাখেন ইসলামিক মিশন হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার কামরুন নাহার, চাড়াখালী আজিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও সাইফুল হক প্রমুখ, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওঃ আব্দুর রহমান। এছাড়া ও বজলুল হক হারুন এমপি দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত রাজাপুর কাঁঠালিয়ায় পৃথক পৃথক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সরকারী/বেসরকারি কর্মকর্তা কর্মচারী, রাজাপুর - কাঁঠালিয়ার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন