বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

১৫শ’ কোটি ডলার বিনিয়োগ কাতারের

তুরস্কের প্রতি সমর্থন ব্যক্ত করলেন জার্মান চ্যান্সেলর মারকেল

ইনকিলাব ডেস্ক : ` | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৮, ১২:০৭ এএম

তুরস্কের ওপর মার্কিন প্রশাসনের চাপ সৃষ্টি সত্তে¡ও দেশটিতে দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করবে কাতার। বুধবার তুরস্ক সফরে পৌঁছে প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের সঙ্গে একান্ত বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি এ ঘোষণা দিয়েছেন। তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্য নিয়ে তিনি এ সফর করছেন। বৈঠকে তারা দু’দেশের বর্তমান কৌশলগত সম্পর্ক এবং তা আরো গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন। এ বৈঠকে শেখ তামিম জানান, তার দেশ তুরস্কের মুদ্রা বাজার ও ব্যাংকিং খাতে দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। অপরদিকে, যুক্তরাষ্ট্র ও তুরস্কের চলমান টানাপড়েনের মধ্যে আঙ্কারার প্রতি সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। বুধবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে টেলিফোন আলাপে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল তুরস্কের প্রতি সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, তুরস্কের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক শক্তিশালী করতে তার সরকার প্রতিশ্রæতিবদ্ধ। সর্বোচ্চ পর্যায়ের সফরের মধ্যদিয়ে সে সম্পর্ক এগিয়ে নেয়া হবে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তুরস্কের পণ্যের ওপর নানারকম বাড়তি শূল্ক আরোপের পদক্ষেপ নিয়েছেন এবং আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন তখন কাতারি আমির তুরস্কের প্রতি এই সমর্থন দিলেন। এরইমধ্যে তুরস্কও মার্কিন কিছু পণ্যের ওপর বাড়িত শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে। মার্কিন পদক্ষেপে তুর্কি মুদ্রা লিরার মান শতকরা অন্তত ২০ ভাগ পড়ে গেছে। এমতাবস্থায় তুর্কি অর্থনীতি চাঙ্গা করতে তাদের মিত্ররা নানামুখী পদক্ষেপ নিচ্ছে। পাকিস্তানও এরদোগানের প্রতি সমর্থন জানিয়েছে। খবরে বলা হয়, সেপ্টেম্বরের শেষ দিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান জার্মানি সফরে যাবেন। এছাড়া, আগামী কয়েক দিনের মধ্যে তুরস্কের অর্থমন্ত্রী বেরাত আলবায়রাকের সঙ্গে জার্মান অর্থমন্ত্রী পিটার আল্তমেয়ারের বৈঠক হওয়ার কথা রয়েছে। আনাদোলু, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন