শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পের বিরুদ্ধে ৩শ’ গণমাধ্যম

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৮, ১২:০৭ এএম

তিনশ’র বেশি মার্কিন সংবাদমাধ্যম ট্রাম্পের বিরুদ্ধে সম্পাদকীয় লেখার বিষয়ে একমত হয়েছে। বোস্টন গ্লোবের সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। বোস্টন গ্লোবের আহ্বানে সাড়া দিয়ে একযোগে ট্রাম্পবিরোধী সম্পাদকীয় ছাপবে যুক্তরাষ্ট্রের কয়েকশ’ সংবাদমাধ্যম। সম্পাদকীয়তে সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে প্রচারণা চালানো হবে। নির্বাচনী প্রচারণা থেকেই মার্কিন সংবাদমাধ্যম ও গণমাধ্যমকে আক্রমণ করে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাস্প্রতি সংবাদমাধ্যমের ওপরও তার আক্রমণের মাত্রা আরও বেড়ে গেছে। এর বিরুদ্ধে একযোগে সম্পাদকীয় ছাপা হবে। বিশ্বজুড়ে জনপ্রিয় এবং ব্যাপকভাবে প্রচার হওয়া দৈনিকগুলো নিজেদের সংবাদমাধ্যমে ট্রাম্পবিরোধী সম্পাদকীয় ছাপার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন