শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রোহিঙ্গা সঙ্কট উত্তরণে জাপানকে কাজে লাগাতে চায় মিয়ানমার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

রোহিঙ্গাদের সাথে আচরণের কারণে মিয়ানমার সরকারের সাথে আন্তর্জাতিক বিভিন্ন শক্তির সাথে যে সঙ্কট তৈরি হয়েছে, তা উত্তরণের জন্য জাপানকে কাজে লাগাতে চাইছে মিয়ানমার। দেশের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নির্যাতনের যে সব অভিযোগ রয়েছে, সেগুলো তদন্তের জন্য একটি স্বাধীন প্যানেল গঠন করেছে মিয়ানমার সরকার। এই প্যানেল বুধবার তাদের প্রথম বৈঠক করেছে। চার সদস্যের প্যানেলের প্রধান হলেন ফিলিপাইনের সাবেক ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী রোজারিও মানালো। দ্বিতীয় বিদেশী সদস্য হলেন জাতিসংঘে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত কেনজু ওশিমা। অন্য দুজন মিয়ানমারের- আইনজীবী মিয়া থিন এবং অং তুন থেট। প্যানেলের সদস্যরা দেশের নেতা অং সান সু চি’র সাথে এক ঘন্টা দীর্ঘ বৈঠক করেছেন। কি আলোচনা হয়েছে বৈঠকে, সেটি প্রকাশ করা হয়নি। জাপান সরকার বলেছে যে, রোহিঙ্গা সঙ্কট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগে সাড়া দিয়ে মিয়ানমার স্বাধীন কমিশন গঠন করেছে এবং জাতিসংঘকে এখন তারা ত্রাণকার্য চালাতে দিচ্ছে। সাউথ এশিয়ান মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন