শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রোহিঙ্গাদের নৌকায় উঠতে বাধ্য করা হয় মায়ানমার উপকূলে নৌকা থেকে ২১ লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মায়ানমার উপকূলে একটি নৌকা থেকে ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। জানা যায়, নৌকাটিতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের লোক ছিল এবং তারা অভিযোগ করে যে, সমুদ্রপথে যাত্রা করতে বাধ্য করায় এ দুর্ঘটনা ঘটে। গত মঙ্গলবার রোহিঙ্গা মুসলমানের বহনকারী নৌকাটি রাখাইনের সিতুয়ি যাচ্ছিল। নৌকা যাত্রীদের মধ্যে ৯টি শিশুসহ ২১ জনের লাশ ছিল জাতিসংঘের হিসেবে জানা যায়। যাত্রীদের অধিকাংশই রোহিঙ্গা সংখ্যালঘু মুসলিম এবং সাম্প্রদায়িক সহিংসতার কারণে নিজেদের ঘরবাড়ি থেকে জোর করে পাঠানো হচ্ছিল। তারা একটি ক্যাম্পের বাসিন্দা ছিল। টিন হলা নামে ক্যাম্পের বাসিন্দা জানায়, তার ছেলেও ওই নোকায় ছিল। ধারণা করা হচ্ছে, তাদের বহনকারী নৌকাটি পর্যাপ্ত নিরাপদ ছিল না। সিতুয়িতে যাওয়ার জন্য তারা সরাসরি কোনো বিকল্প রাস্তাও ব্যবহার করতে পারে না বা প্রয়োজনীয় জিনিসপত্র বা ওষুধ কিনতে যেতে পারে না বলে এএফপিকে জানায় খায়া হার অং নামে একজন রোহিঙ্গা মুসলিম। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন