বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

বাজারে আসছে বিদ্যুৎ সাশ্রয়ী সুপারসাইন c

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

 অত্যাধুনিক টেকনোলজি ও ইউরোপিয়ান প্রযুক্তিতে সম্পূর্ণ অটো মেশিনে তৈরি বিদ্যুৎ সাশ্রয়ী ‘সুপারসাইন ফ্যান’ বাজারজাত করার ঘোষণা দিয়েছেন সুপারসাইন ইলেকট্রিকের চেয়ারম্যান হীরা চাঁন দুগার। সম্প্রতি রাজধানীর মতিঝিল থানার পাশে জীবন বীমা ভবন-২ এ সুপারসাইন গ্রæপের কর্পোরেট অফিস উদ্বোধনকালে তিনি এই ঘোষণা দেন।
কর্পোরেট অফিস উদ্বোধন করে বিপ্লব চাঁন দুগার তাদের এই অগ্রযাত্রায় সহযোগী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, পরিবেশবান্ধব সুপারসাইন ফ্যান যে কোন ফ্যানের চেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ীত্বের প্রতীক হিসেবে জায়গা করে নিবে। আপনারা জানেন, দেশের প্রথম ফায়ার প্রæফ কেবলস তৈরি করে সুপারসাইন কেবলস। যা দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে। অত্যাধুনিক প্রযুক্তিতে উৎপাদিত আমাদের ফায়ার প্রæফ বৈদ্যুতিক তারে ৮৫০ ডিগ্রী সে. তাপমাত্রাতেও বিদ্যুৎ সচল থাকে। এ সময় উপস্থিত ছিলেন সুপারসাইন কেবলস এর চেয়ারম্যান পান্না চাঁন দুগার, ডিরেক্টর রাজেশ চাঁন দুগারসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাসহ কর্পোরেট গ্রাহকরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন