শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

মক্কায় ভারি বৃষ্টিপাত বন্যার আশঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ৬:৩৯ পিএম
ভারি বৃষ্টিপাতের কারণে সউদী আরবের মক্কা নগরীতে বন্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সউদী আবহাওয়া কর্তৃপক্ষের বরাতে আল-আরাবিয়া এ কথা জানায়।
 
সউদী আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে,  মক্কা, মিনা ও আরাফাতে বৈরী আবহাওয়া সোমবার রাতভর বিরাজমান থাকতে পারে।
 
স্থিরচিত্র এবং ভিডিও চিত্রে দেখা যায়, রবিবার রাতে ঝড়ো আবহাওয়ার কারণে পবিত্র কাবার কিসওয়া (আরবি হরফে খোদিত কাপড়) সরিয়ে নেয়া হচ্ছে।
জানা গেছে, মিনায় প্রায় ২০ লাখ হজযাত্রী অবস্থান নিয়েছেন।  সেখানে বৃষ্টিপাত হচ্ছে।
 
এদিকে, সোমবার ভোরে আরাফাতের উদ্দেশে রওনা দিয়েছেন হজ যাত্রীরা। কোনো ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়নি।  খবর খালিজ টাইমস। 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন