শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইন্টারনেটে কড়াকড়ি মিসরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

ইন্টারনেটের ওপর কড়াকড়ি আরোপ করে নতুন একটি আইনে অনুমোদন দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল-সিসি। নতুন এ আইনে ‘সাইবার অপরাধের’ অর্থে বলা হয়েছে মিশরের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য হুমকি প্রতিপন্ন হলে সরকার যে কোনো ওয়েবসাইট বøক করতে পারবে।
কেউ এ ধরণের ওয়েবসাইট চালালে কিংবা এসব ওয়েবসাইটে ভিজিট করলে তাকে জরিমানা কিংবা কারাদন্ড দেয়া হবে। সরকারের দাবি, অভ্যন্তরীন অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদের মোকাবেলার জন্য এই আইনটির প্রয়োজন ছিল। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সব ধরণের রাজনৈতিক ভিন্নমতকে চেপে ধরতেই সরকার এ আইন করেছে।
কায়রোভিত্তিক অ্যাসোসিয়েশন অব ফ্রিডম অব থট অ্যান্ড এক্সপ্রেশন জানিয়েছে, আইনটি পাস হওয়ার আগেই সরকার পাঁচ শতাধিক ওয়েবসাইট ব্লক করে দিয়েছে। গত মাসে অনলাইন সংক্রান্ত আরেকটি বিল পাস হয়েছে মিশরের পার্লামেন্টে। তবে এতে এখনো সিসি স্বাক্ষর করেননি। ওই বিলটিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কারো পাঁচ হাজারের বেশি ফলোয়ার থাকলে সেই ব্যবহারকারীর অ্যাকাউন্টের ওপর নজরদারি করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন