বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ধারাবাহিকের পুরনো পর্ব দিয়েই সম্প্রচার করছে ভারতের বাংলা চ্যানেলগুলো?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৮, ২:৩৬ পিএম | আপডেট : ২:৪৯ পিএম, ২২ আগস্ট, ২০১৮

টলিউডে প্রযোজক ও আর্টিস্ট ফোরামের দ্বন্দ্বের কারণে গত শনিবার থেকে বন্ধ ভারতীয় বাংলা টিভি চ্যানেলগুলোর প্রায় সব ধারাবাহিক। মঙ্গলবার প্রযোজকদের সঙ্গে আর্টিস্ট ফোরাম বৈঠকে বসলেও সমস্যার সমাধান হয়নি। এখনো পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষগুলির হাতে কোনও ধারাবাহিকের অসম্প্রচারিত পর্ব জমা পড়েন। তাই পুরনো সম্প্রচারিত পর্ব গুলিই দেখিয়ে যাচ্ছেন চ্যানেল কর্তৃপক্ষ।

এ বিষয়ে স্টার কর্তৃপক্ষ একটি প্রেস বিবৃতিতে জানিয়েছেন, বেশিরভাগ ধারাবাহিকের নতুন পর্ব জমা পড়েনি। তাই বাধ্য হয়েই চ্যানেলগুলি ওই সময়ে বাছাই করা কিছু পুরনো পর্ব দেখাচ্ছে। কোনও সমাধান সূত্র না মিললে এরকমই চলতে থাকবে বলে জানিয়েছেন তাঁরা। কিন্তু প্রশ্ন উঠছে কবে হবে সমাধান? আর কতদিন অপেক্ষা করতে হবে সকলকে? এইসব প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন