বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

ইসলামী কর্মতৎপরতা : জামিয়া ইসলামিয়া আজিজিয়া ফাতেমাতুজ জাহরা (রাহ.)

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ফটিকছড়ি পূর্ব মাইজভা-ার আমতলী জামিয়া ইসলামিয়া আজিজিয়া ফাতেমাতুজ জাহরা (রাহ.)-এর আগামী ১০ ও ১১ মার্চ’ ১৬ (বৃহস্পতিবার ও শুক্রবার) বার্ষিক ইসলামী সম্মেলন সফলের লক্ষে এক প্রস্তুতি সভা গত ৫ জানুয়ারি নগরীর মেহেদীবাগস্থ অস্থায়ী কার্যালয়ে বিকেল ৩ টায় জামেয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব আল্লামা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এ সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এস এম সামশুল আলম চৌধুরী, মুফতি মোহাম্মদ খালেদ, ক্বারী মঈনউদ্দিন, মাওলানা বেলায়েত হোসেন ফিরোজী, হাফেজ মোহাম্মদ তৈয়ব প্রমুখ।
প্রস্তুতি সভায় আগামী বার্ষিক ইসলামী সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও পর্যালোচনা করা হয়। সভায় বলা হয় সম্মেলনে সারাদেশের বিভিন্ন পীর-মাশায়েখ, মুফতি ও ইসলামী চিন্তাবিদগণ গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন। সম্মেলনে ধর্মপ্রাণ মুসলমানদেরকে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি কমিটির পক্ষ হতে অনুরোধ জানানো হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়ার ছাত্র শহীদ হাফেজ মাসউদ আহমদ-এর প্রকৃত খুনিদের খুঁজে বের করতে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে উলামায়ে কেরাম পুনরায় মাঠে নেমে আসলে সরকারের আখের রক্ষা হবে না। তিনি অবিলম্বে উলামাদের সাথে সরকারের দেয়া প্রতিশ্রুতিরও আশু বাস্তবায়নের দাবি জানান। ওয়াদা পালনে গড়িমসি করলে সর্বত্র আন্দোলনের শুরু হলে সরকারের কিছু করার থাকবে না।
গত ১৫ জানুয়ারি পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে বি-বাড়িয়ার জামিয়া ইউনুছিয়ার ছাত্র শহীদ মাসউদ আহমদ স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষিত দেশব্যাপী দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, নগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম ও আলহাজ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক ও নগর সেক্রেটারী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মুফতী হেমায়েতুল্লাহ, প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আতাউর রহমান আরেফী, আলহাজ আবদুর রহমান, এডভোকেট লুৎফুর রহমান শেখ, এডভোকেট আবদুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আলহাজ নাজিম উদ্দিন, আলহাজ কে.জি. মাওলা প্রমুখ।
দেশব্যাপী ঘোষিত দোয়া দিবস উপলক্ষে আজ শুক্রবার সারাদেশের মসজিদগুলোতে একযোগে এ কর্মসূচি পালন করা হয়। এদিকে খুলনার কর্মসূচিতে সংগঠনের মুহতারাম আমীর অংশগ্রহণ করেন। খুলনার দোয়া মাহফিলে হাজার হাজার জনতা শরীক হন। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের প্রায় সবগুলো জেলাতে দোয়া দিবস পালন করা হয়। নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শরীয়তপুর, শেরপুর, গাজীপুর, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, কুমিল্লা জেলা পূর্ব, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, বি-বাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, খুলনা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, রাজশাহী, জয়পুরহাট, বগুড়া, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, বরিশাল, ভোলা উত্তর ও দক্ষিণ, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠী, বরগুনা জেলায় পীর সাহেব চরমোনাই ঘোষিত দোয়া কর্মসূচি পালিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন