শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরানি যাত্রীরা চলবে তুর্কি বিমানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম | আপডেট : ১২:১৮ এএম, ২৭ আগস্ট, ২০১৮

ইউরোপের বিমান কোম্পানিগুলো ইরানের ভেতরে তাদের সেবা বন্ধের ঘোষণা দেয়ার পর ইরানিদের সহায়তা এগিয়ে এসেছে তুরস্ক। তার্কিশ এয়ারলাইন্স ইরানের বিমান যাত্রীদের এ সেবা দেবে বলে ঘোষণা দিয়েছে তুরস্ক। তুরস্কের ইংরেজি দৈনিক ডেইলি স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপীয় কোম্পানিগুলোর জায়গায় ইরানি যাত্রীদের বিমান সেবা দেবে তুরস্ক। ইরানের বিমান পরিবহনখাত থেকে ইউরোপীয় কোম্পানিগুলো সরে যাওয়ার পর ধারণা করা হচ্ছিল যে, ইরানি যাত্রীদের তুর্কি ফ্লাইট ব্যবহার করার হার শতকরা ২০ ভাগ বেড়ে যাবে। 

উল্লেখ্য, ব্রিটিশ এয়ারওয়েজ, এয়ার ফ্রান্স এবং ডাচ কোম্পানি কেএলএম আগামী মাস থেকে ইরানে তাদের বিমান সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন সম্ভাব্য নিষেধাজ্ঞার কথা বিবেচনা করে এসব কোম্পানি ওই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ প্রেক্ষাপটে ইউরোপের কোম্পানিগুলোর শূন্যস্থান পূরণ করবে তুরস্কের বিমান কোম্পানিগুলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন