শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

লোপাসহ ২ জনের জামিন

লুৎফুন্নাহারের শুনানি আজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৮, ১২:৩৭ এএম

কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও ইডেন কলেজের ছাত্রী লুৎফুন্নাহার ওরফে লুমা সরকারের জামিন বিষয়ে শুনানির আজ। নিরাপদ সড়ক আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া নারী উদ্যোক্তা বর্ণালী চৌধুরী লোপা ও কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ওরফে তুষার জামিন পেয়েছেন। গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই দুজনকে জামিনে মুক্তির আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লুৎফুন্নাহার ওরফে লুমার জামিনের আবেদন করা হলেও মামলার নথি না থাকায় গতকাল রোববার শুনানি হয়নি। আজ সোমবার মামলার প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানির দিন ধার্য করেছেন আদালত। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় সংঘাত, ভাংচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৫২টি মামলায় ৯৯ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের মধ্যে ৫১ জন শিক্ষার্থীই জামিনে মুক্তি পেয়েছেন। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনে লুৎফুন্নাহার ছাড়া সব শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন