শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নতুন ধরনের মন্ত্রিসভার ঘোষণা মরিসনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসন নতুন ধরনের মন্ত্রীসভার ঘোষণা দিয়েছেন। এর আগে মরিসন অস্ট্রেলিয়ার ৩০তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতৃত্বের লড়াইয়ে রক্ষণশীল পিটার ডুটোনকে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। মরিসন ৪৫ ভোট আর পিটার ডুটোন পান ৪০ ভোট। তিনি রোববার রাতে ঘোষণা দেন ডুটোন স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন। তবে এই মন্ত্রীর দপ্তর থেকে অভিবাসন সংক্রান্ত দায়িত্ব সরিয়ে নিয়ে তার ক্ষমতা কমানো হবে। ডেভিড কোলম্যান অভিবাসন মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ম্যারিস প্যাইনে জুলি বিশপের স্থলাভিষিক্ত হবেন। সিনহুয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন