ঝিনাইদাহের হরিনাকুন্ডু উপজেলার পাখিমারা বাজার থেকে এক লাখ ১১ হাজার টাকার জাল নোটসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন হরিনাকুন্ডু উপজেলার ভবিতপুর গ্রামের মৃত হারেজ আলীর ছেলে মোঃ শান্তাহার বিশ্বাস (৬০) ও একই গ্রামের মোঃ কোরবান আলীর ছেলে মোঃ উজ্জল হোসেন। হরিনাকুন্ডু থানার ওসি মোঃ আসাদুজ্জামন মুন্সী জানান সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জোড়াদাহ পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেফতার করে। জোড়াদহ পুলিশ ক্যাম্পের আইসি কামরুজ্জামান জানান, রাতে গ্রেফতার করার পর তাদের দোকান তল্লাসী করে এক লাখ ১১ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে হরিনাকুন্ডু থানায় একটা মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন