বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সংসদে যেতে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে -বাংলাদেশ খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ৫:২২ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল বলেন, রাজনৈতিক নেতাদের বক্তব্যে মানুষের মাঝে শঙ্কা সৃষ্টি হচ্ছে। মানুষ আতঙ্কিত যে, দেশে কোনো মারমুখী পরিস্থিতি সৃষ্টি হয় কিনা? সুতরাং বিএনপি ও আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য এমন হতে হবে যাতে জনগণ আতঙ্কিত না হয়। তিনি বলেন, আগামী নির্বাচন যাতে সব দলের অংশ গ্রহণে হয় সে জন্যে সরকারকে আরো উদ্যোগী হতে হবে। তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি, মাদক বন্ধ করতে হলে আলেমদের সংসদে পাঠাতে হবে। তাই আগামী জাতীয় নির্বাচনে উলামায়ে কেরামদের মধ্যে থেকে সংসদ সদস্য নির্বাচিত করতে সকল ভেদাভেদ ভূলে আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আজ ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আব্দুল মুমিনের পক্ষে প্রচারণার লক্ষে ত্রিশালের বালিয়ারচর বাজারে এক উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ত্রিশালের বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল গণি জোয়ারদারীর সভাপতিত্বে ও মাওলানা মুস্তাকিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা আমানুল্লাহ স্থানীয় উলামাদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবুল হোসেন, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা শফীকুল ইসলাম, মাওলানা নূর হোসেন,মাওলানা আব্দুল খালেক প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন