বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘মোসাদ্দেকের অভিযোগ ভিত্তিহীন ও কাল্পনিক’

মো: শামসুল আলম খান : | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

 স্ত্রীকে নির্যাতন করে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে মামলা হওয়ার পর স্ত্রী সামিয়া শারমিন উষা’র বিরুদ্ধে তার মায়ের গায়ে হাত তোলার অভিযোগ তুলেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও কাল্পনিক বলে দাবি করেছেন স্ত্রী সামিয়া। তিনি বলেছেন, এক সময় মোসাদ্দেক ছিলো চাল-চুলোহীন। এখন টাকা হয়েছে। এই টাকাই ওকে বদলে দিয়েছে।’
গতকাল মঙ্গলবার বিকেলে শহরের আকুয়া চৌরঙ্গী মোড়স্থ মুন্সীবাড়ির নিজ পৈতৃক বাসায় বসে আলাপকালে তিনি বলেন, ‘আমার মা-বাবা আমাকে এমন শিক্ষা দেননি যে আমি মুরুব্বীর গায়ে হাত তুলবো। তিনি শুধু আমার শাশুড়িই নন, আমার মায়ের আপন বোন। তাকে আমি সব সময়ই শ্রদ্ধা করেছি। উল্টো মোসাদ্দেকের পক্ষে হয়ে তিনি আমাকে শারীরিকভাবে অনেক নির্যাতন করেছেন। কিন্তু তার গায়ে আমার হাত তোলার প্রশ্নই ওঠে না। আসলে শাক দিয়ে মাছ ঢাকতে মোসাদ্দেক এসব অপপ্রচার চালাচ্ছে।’
মোসাদ্দেকের ডিভোর্সের অভিযোগ প্রসঙ্গে সামিয়া শারমিন বলেন, ‘আমি কোন ডিভোর্সের কপি পাইনি। আমি এখনো ওর লিগ্যাল ওয়াইফ। আর ডিভোর্স একপক্ষে হয় না কোনদিন।’ তিনি আরো বলেন, ‘সৈকত আমাকে প্রায়ই থ্রেট দিয়েছে, আমি ওর বিরুদ্ধে কোন অভিযোগ করলেও কিছু হবে না। একটার পর একটা প্লেয়ার অকারেন্স করে যাচ্ছে কারো কিছু হচ্ছে না। ফলে এসবের ফায়দা ওরা নিচ্ছে। আমি বিসিবি’র কাছে ন্যায় বিচার চাই। এবার যেন বিসিবি কঠোর হয়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন