বিনোদন ডেস্ক : এক বছর পর মঞ্চস্থ হতে যাচ্ছে বটতলার নাটক ‘দ্য ট্রায়াল অফ মাল্লাম ইলিয়া’। এ পর্যন্ত ঢাকা এবং ঢাকার বাইরে নাটকটির ১৫টি প্রদর্শনী হয়েছে। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হতে যাচ্ছে নাটকটির ১৬তম প্রদর্শনী। নাটকটির রচয়িতা মুহাম্মদ বেন আবদাল্লা, অনুবাদ করেছেন সৌম্য সরকার এবং নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। অভিনয় করেছেন পংকজ মজুমদার, তৌফিক হাসান ভুঁইয়া, কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, শেউতি শাহগুফতা, মিজানুর রহমান, আবদুল কাদের প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন