শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সিলেটে ‘ভয়ঙ্কর’ শিলাবৃষ্টি বিদ্যুৎহীন নগরী

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেট নগরী ও আশপাশ এলাকায় মারাত্মক শিলাবৃষ্টি হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৫টার দিকে শিলাবৃষ্টি শুরু হয়। এরপর থেমে থেমে প্রায় ৩ ঘণ্টা ধরে শিলাবৃষ্টি হয়। শিলার সাথে অবিরাম বৃষ্টি হয়। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। এদিকে শিলাবৃষ্টি শুরু হওয়ার পর থেকে নগরীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সন্ধ্যার দিকে নগরীর জিন্দাবাজারে আসা এক ব্যক্তি বিলাল আহমদ জানান, এরকম শিলাবৃষ্টি তিনি অতীতে কোনো দিন  দেখেননি। শিলাবৃষ্টি আর অবিরাম বর্ষণের সাথে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির সময় রাস্তায় চলাচলরত মানুষজনকে বিভিন্ন বিপণি বিতান ও রেস্টুরেন্টে আশ্রয় নিতে দেখা গেছে।
এ ব্যাপারে আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, মৌসুমি বায়ুর প্রভাবে এরকম বৃষ্টিপাত হচ্ছে। এরকম অবস্থা আরো কয়েক দিন চলতে পারে। এ দিকে সিলেট জেলার বিভিন্ন উপজেলায়ও প্রবল শিলাবৃষ্টির খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। এতে ওইসব এলাকায় বোরো ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন