বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিব্রত কাজী হায়াৎ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন বিশিষ্ট চিত্রপরিচালক কাজী হায়াত। কয়েক দিন ধরেই তার নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। অ্যাকাউন্টে গিয়ে দেখা যায়, অ্যাকাউন্টটির ফলোয়ারের সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি। কাজী হায়াত বলেন, আমি তো আর ফেসবুক আইডি ব্যবহার করি না। পরিচিতজনদের কাছে শুনেছি, আমার নামে নাকি কয়েকটি আইডি খোলা হয়েছে এবং এরই মধ্যে একটি আইডি থেকে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। বিষয়টি আমার জন্য খুবই বিব্রতকর। তিনি বলেন, আমি জানি, ফেসবুক দিয়ে এখন অনেকেই অনেক কিছু করে থাকেন। বিষয়টি নিয়ে একটু ভয়ও পাচ্ছি। কারণ, যারা এই আইডি চালাচ্ছে, তারা অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে কাজটি করছে। আমার নামের আইডি থেকে যেকোনো সময় রাষ্ট্রবিরোধী প্রচারণা চালাতে পারে। আমি একজন চলচ্চিত্র পরিচালক, সে হিসেবে আমার নাম দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করতে পারে। এতে করে দেশ ও দেশের মানুষের ক্ষতি হতে পারে।কাজী হায়াত বলেন, আমি পুলিশের সাথে যোগাযোগ করেছি। কারা কাজটি করছে, সেটা বের করার চেষ্টা করছি। বিষয়টি নিয়ে আমি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও চিন্তা করছি। কারণ যারাই এটি করেছে, তারা অন্যায় করছে। তারা যদি আমার ভক্তও হয়ে থাকে, তবুও তারা অন্যায় করেছে। আর অন্যায়ের শাস্তি হতে হবে। তারপরও আমি সবাইকে সতর্ক হতে বলব। কারণ এটা শুধু আমার বেলায় নয়, মিডিয়াতে কাজ করেন এমন অনেকের নামেই ভুয়া আইডি আছে, যা শিল্পীরা জানেন না। এতে করে হয়তো অনেকেই প্রতারিত হচ্ছে। যে কারণে বিষয়টি নিয়ে সবার সতর্ক হওয়া উচিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন