শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

পাঁচবার সেরা বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের পুরস্কার পেল সামিট

| প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

“বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ” ২০১৮-এর উদ্বোধনী অনুষ্ঠানে সামিট দেশের দ্রুততম সময়ে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের স্বীকৃতিস্বরুপ সেরা বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের পুরস্কার অর্জন করলো। সামিট মাত্র ৯ মাসে গাজীপুরের কড্ডায় ৩০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনা শেষ করে এবং বিদ্যুৎ সরবরাহ শুরু করে। টানা পাঁচবার বেসরকারি বিদ্যুৎ উৎপাদন খাতে দেশের সর্বাধিক সম্মাননা অর্জন করলো সামিট। প‚র্বের চারটি পুরস্কার ছিল, সামিট বরিশাল পাওয়ার লিমিটেড- ১২০ মেগাওয়াট (২০১৬), সামিট বিবিয়ানা ২ পাওয়ার কোম্পানী লিমিটেড- ৩৫২ মেগাওয়াট (২০১৫), সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানী লিমিটেড- ৩৩৭ মেগাওয়াট (২০১৪), সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানী লিমিটেড- ৭০ মেগাওয়াট (২০১৩)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এমপি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপিসহ বিশিষ্টজন। প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন