বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

খেলাধুলা সবাইকে মাদক থেকে দূরে রাখে

-সুবিদ আলী ভূইয়া এমপি

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি বলেছেন, খেলাধুলা সবাইকে মাদক থেকে দূরে রাখে তাই আপনারা আপনাদের এলাকায় একটি করে খেলার মাঠ তৈরী করবেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা লেখাপড়ার সাথে সাথে খেলাধুলাও করবে। এ সরকার ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করার জন্য বঙ্গমাতা ফুটবল টূর্ণামেন্ট, গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা, জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ছেড়েছে। তিনি গত বৃহস্পতিবার ৪৭তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জুরানপুর জোনারেল ভূইয়া মাঠ প্রাঙ্গাণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, প্যানেল মেয়র রকিব উদ্দিন, সেলিম মাস্টার, রাসেদুল ইসলাম লিপু মাষ্টার প্রমূখ। ফাইনাল খেলায় ট্রাইফেকারে চিনামুড়া হাইস্কুল ০৩-০১ গোলে গৌরীপুর হাইস্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন