শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পাসের হার বাড়িয়ে শিক্ষার মান ধ্বংস করেছে সরকার -ড. মোশাররফ

দাউদকান্দি (কুমিল্লা) থেকে সেলিম আহমেদ | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সরকারের ইশারায় পাবলিক পরীক্ষায় পাসের হার বাড়ানো-কমানো হচ্ছে, যা নজিরবিহীন। অতীতে দেশে এ নজির ছিল না। শিক্ষা জাতির মেরুদন্ড। মেরুদন্ডহীন মানুষ যেমন বাঁচতে পারে না তেমনি শিক্ষা ছাড়া একটি দেশ ও জাতি উন্নতি লাভ করতে পারে না। তাই সরকার দেশ ও জাতিকে মেরুদন্ডহীন করার জন্য বিগত বছরগুলোতে সরকার পাসের হার বাড়িয়ে শিক্ষার গুণগতমান ধ্বংস করেছে। তিনি বলেন, সরকারের সীমাহীন ব্যর্থতা এবং দুঃশাসনে দেশ আজ সর্বগ্রাসী ধ্বংসের দ্বারপ্রান্তে। বিদেশি বিনিয়োগ বন্ধ। শিক্ষিত বেকার বাড়ছে। তিনি গতকাল দাউদকান্দির ড. খন্দকার মোশররফ হোসেন কলেজের নবিনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ রেজউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ড. খন্দকার মারুফ হোসেন কলেজের গভর্নিং বডির সভাপতি ড. নুরুল আমিন, সদস্য নুর মোহাম্মদ সেলিম, আইরিন সরকার, প্রভাষক মনির হোসেন, কাজী মহিউদ্দিন, শাহিনুর রহমান, মহিলা দলের নেত্রী ফরিদা ইয়াসমিন। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন