বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সূরা ফাতেহাকে কুরআনের ‘মা’ বলা হয় দোয়া মাহফিলে জৈনপুরী পীরসাহেব

| প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৯ এএম

সম্প্রতি ৩/১৪, ব্লক- জি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা শহরস্থ জৈনপুরী খানকা (দরবার) শরীফে মাসিক ইছালে ছওয়াব ও ঈদ পূণর্মিলনী উপলক্ষে এক বিশাল দুয়া ও তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে আখেরী মুনাজাত ও তাফসীর করেন মুজাদ্দেদে জামান উপমহাদেশের আদি ও খাঁটি চার তরিকার হক্কানী মুরশিদ আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীরসাহেব কেবলা। কেন্দ্রীয় সভাপতি আলহাজ্জ মোঃ শফিকুল ইসলাম চৌধুরী সাবেক জি.এম. (ডেসকো) সাহেবের সভাপতিত্বে মোহাম্মদপুর থানা কমিটির সেক্রেটারী শেখ জহির আহমদ সাহেবের সঞ্চালনায়, নায়েবে আমির মোঃ রুহুল আমিন খান মেহেদি ও ঢাকা উত্তরের সেক্রেটারি মোঃ শহিদুল আলম সাহেবাইনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রথম পর্বে মিলাদ ও মুনাজাত করেন খলিফায়ে জৈনপুরী নায়েবে আমীরে দরবার শরীফ লায়ন্স আলহাজ্জ মোঃ রুহুল আমিন সাহেব মেহমান হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন সাহেব, দৈনিক ফলাফল পত্রিকার সম্পাদক জনাব শেখ মোঃ মুস্তাফিজুর রহমান সাহেব ও মোঃ মনোয়ার হোসাইন ভিপিবিএলডিপি। ওয়াজ করেন খলিফায়ে জৈনপুরী মাওলানা ডাঃ আব্দুস সবুর কামাল, হযরত মাওলানা মোঃ ইমদাদুল হক সাহেব, তরুণ বক্তা সৈয়দ মেশকাতুর রহমান জৈনপুরী ও মাওলানা মোঃ তোজাম্মেল হক। বয়ানে জৈনপুরী পীর সাহেব কেবলা বলেন, আল্লাহ তায়ালা সূরায়ে ফাতেহাকে উম্মুল কুরআন বা কুরআনের মা হিসাবে ঘোষনা দিয়েছেন। বহুগুনের অধিকারী হওয়ার কারনে এই সূরার বহু নাম রহিয়াছে তন্মধ্যে উম্মুল কুরআন বা কুরআনের মা হিসাবে হাদীছ ও তাফসীরে ঘোষনা করা হইয়াছে। সমস্ত কুরআনের সার তত্ত¡ বা মুল বিষয় বস্তু অত্র সূরায় রহিয়াছে বিধায় ইহাকে উম্মুল কুরআন নাম করণ করা হইয়াছে। অত্র সুরা বিহনে কোন নামায আদায় হবে না। কুরআনে ১১৩ টি সূরার মধ্যে আলিফ থেকে ইয়া পর্যন্ত ৩০ হরফের সমন্বয়ে কুরআন নাযিল করা হইয়াছে অথচ এই রহমতের সূরায় ফাতেহার মধ্যে বিশেষ বিশেষ কারনে সাতটি হরফ নেওয়া হয় নাই। পীর সাহেব ইহার অলৌকিক কারণ ব্যাখ্যা করেন, অতঃপর ১২৪ টি হরফের আক্ষরিক তাফসীর বয়ান করেন সদ্য পীর সাহেব কেবলা কর্তৃক লিখিত এই তাফসীর প্রকাশনার দায়িত্ব নায়েবে আমীরে সত্যের ডাক স্বীয় খলিফা লায়ন্স আলহাজ্জ মোঃ রুহুল আমিন সাহেবকে অর্পণ করেন। যাহা ছদকায়ে জারিয়া হিসাবে অতি সত্তর প্রকাশিত হইবে ইনশাআল্লাহ।
অবশেষে পীর সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত মোহাম্মদপুরস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসায় যাহারা আলিম, ফাযিল ও কামিল (এম.এ) শ্রেনীতে আবাসিক/অনাবাসিক ভর্তি হইবে তাহাদের থাকা খাওয়া ফ্রি করিয়া দিবেন বলে ঘোষণা দিয়া দেশ ও দশের মঙ্গল কামণা করে আখেরী মুনাজাত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন