শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়া যাচ্ছেন কিম জং উন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়া সফরে যাওয়ার ব্যাপারে তার প্রস্তুতির কথা জানিয়েছেন। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের মুখপাত্র ভ্যালেন্টিনা ম্যাটভায়েনকোর বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা আরআইএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শনিবার পিয়ংইয়ংয়ে কিম জং উনের সঙ্গে স্বাক্ষাত শেষে রুশ পার্লামেন্টের এই মুখপাত্র এ তথ্য জানান। তিনি বলেন, কিম জং উন “শান্তি চান”। গত ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেন কিম জং উন। বিশ্বের চিরবৈরী এ দুই নেতা হুমকি-পাল্টা হুমকির মাঝেই চলতি বছর প্রথমবারের মতো বৈঠকে বসেন। বৈঠকে কোরীয় উপদ্বীপকে পারমাণবিক নিরস্ত্রীকরণে রাজি হয় পিয়ংইয়ং। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন