বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নাইজেরিয়ায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৮, ২:১৯ পিএম

নাইজেরিয়ায় উত্তরাঞ্চলীয় নাসারাওয়া রাজ্যে সোমবার গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। বিস্ফোরণের পর আগুন ধরে যায় বলে জানায় দেশটির জরুরি সংস্থা। খবর রয়টার্স।
নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এসইএমএ) কর্মকর্তারা জানান, রাজধানী আবুজার সঙ্গে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে সংযোগকারী লাফিয়া-মাকুরদি সড়কের একটি পেট্রল পাম্পে এ দুর্ঘটনাটি ঘটে।
এসইএমএ-র ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, ট্যাঙ্কারটি থেকে গ্যাস খালাস করার সময় সেটি বিস্ফোরিত হয়।
তিনি বলেন, ৩৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। নিহতদের অধিকাংশই কী হয়েছে দেখার জন্য দুর্ঘটনাস্থলে জড়ো হয়েছিল।
নাইজেরিয়ার সড়ক অবকাঠামো দুর্বল ও নিরাপত্তা নিম্নমানের হওয়ায় দেশটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন