শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বায়রা নির্বাচনে ১২২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৮, ৮:০২ পিএম

শিগগিরই সাবেক সভাপতি বেনজীর আহমদের নেতৃত্বে বায়রায় ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি আসছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত আসন্ন বায়রা দ্বি-বার্ষিক নির্বাচনের (২০১৮-২০২০) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। গতকাল পর্যন্ত ১৪৯ জন প্রার্থীর মধ্যে দু’টি প্যানেলের ১২২ জন প্রার্থী স্বেচ্ছায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছে।
বায়রার উপদেষ্ট মো: দলিল উদ্দিন মন্ডল ইনকিলাবকে বলেন, সম্মিলিত গণতান্ত্রিক ফ্রন্টের ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে পূর্ব ঘোষিত আগামী ১৮ সেপ্টেম্বর বায়রার দ্বি-বার্ষিক নির্বাচন হচ্ছে না। বিনা প্রতিদ্ব›িদ্বতায় বায়রার সাবেক কমিটি’ই (সম্মিলিত গণতান্ত্রিক ফ্রন্ট) পুনরায় ক্ষমতায় আসছেন। রাতে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত জরুরী সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবার কথা। বায়রা নির্বাচন বোর্ডের চেয়ারম্যান রহমান মোহাম্মদ আনিসুর ইনকিলাবকে বলেন, এযাবত ১২২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই বায়রায় দায়িত্বপ্রাপ্ত প্রশাসক বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ২৭ জন প্রার্থী’র নাম ঘোষণা দেবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন