শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শিল্পকলায় ওস্তাদ আজিজুলের বাঁশী সন্ধ্যা

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : শীতের নরম সন্ধ্যায় হাতের বাঁশী থেকে নিবিড় সুরের অলীক জাল ছড়িয়ে দিলেন ওস্তাদ আজিজুল ইসলাম। ২৩ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই বাঁশী সন্ধ্যা। ধ্রæপদী বাঁশরী এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি। চমৎকার এক পরিবেশে রাগ ঝনঝটি দিয়ে ধ্রæপদী পরিবেশনা শুরু করেন শিল্পী ওস্তাদ আজিজুল ইসলাম। এতে ছিল আলাপ, জোড় এবং ঝালা। প্রায় ঘণ্টাখানেক ঝাঁপতাল, সেতারখানি এবং তিনতালে গৎ বাজান শিল্পী। তবলায় তাকে সহযোগিতা করেন স্বরূপ হোসেন এবং তানপুরায় মো. জাহাঙ্গীর হোসেন। ভাটিয়ালি ধুনে দোতারায় সঙ্গত করেন মো. হারুন রশিদ। ওস্তাদ আজিজুল ইসলামের সাধনা শুরু বিশ্বখ্যাত সুরসাধক ওস্তাদ বেলায়েত আলী খান এবং ওস্তাদ বাহাদুর খানের শিষ্যত্ব গ্রহণের মধ্য দিয়ে। কোলকাতায় ডোভারলেন মিউজিক কনফারেন্সের সূবর্ণ জয়ন্তী বিমুগ্ধ হয়েছে সম্প্রতি ওস্তাদ আজিজুলের একক বংশীবাদন শুনে। বাংলাদেশ এবং ভারতের শীর্ষ সঙ্গীত আসরের পাশাপাশি বাঁশির সুরে সুদূর কানাডা, সিঙ্গাপুর, আমেরিকা, অস্ট্রেলিয়ার অজস্র শ্রোতার হৃদয় জয় করেছেন শিল্পী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন