বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তেল উৎপাদনের শীর্ষে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১৩ এএম

সউদী আরব এবং রাশিয়াকে পেছনে ফেলে বর্তমানে তেল উৎপাদনকারী দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। খোদ মার্কিন সরকারের তরফ থেকেই এমন দাবি করা হয়েছে। ১৯৭৩ সালের পর প্রথমবারের মতো সর্বোচ্চ অশোধিত তেল উৎপাদন করছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন এনার্জি ডিপার্টমেন্টের এক প্রতিবেদনে প্রাথমিকভাবে এই ধারণা প্রকাশ করা হয়। গত দশকের তুলনায় মার্কিন তেল উৎপাদন দ্বিগুণ হয়েছে। রাপিডান এনার্জি গ্রুপের প্রেসিডেন্ট বব ম্যাকন্যালি বলেন, এটা একটি ঐতিহাসিক ধারাবাহিকতা এবং একটি স্মৃতিচিহ্ন যা স্মরণ করিয়ে দেবে যে, কখনও যুক্তরাষ্ট্রের তেল প্রতিষ্ঠানের সঙ্গে বাজি লাগতে আসবেন না। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিসট্রেশন (ইআইএ) বলছে, অশোধিত তেলের উৎপত্তিস্থল হচ্ছে টেক্সাস। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন