বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দর্শকদের মধ্যে সাড়া জাগিয়েছে মঞ্চ নাটক নদ্দিউ নতিম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১৩ এএম

কিংবদন্তী কথাসাহিত্যিক হূমায়ুন আহমেদের উপন্যাস কে কথা কয়-এর নাট্যরূপ নদ্দিউ নতিম। নাটকটি ম্যাড থেটারের প্রথম প্রযোজনা। নাটক রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। নাটকটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গত বছর লন্ডনের সিজন অব বাংলা ড্রামায় বাংলাদেশ থেকে মনোনীত একটি মাত্র নাটক নদ্দিউ নতিম বাংলাভাষী মানুষ ছাড়াও ভিনদেশিদেরও আকৃষ্ট করেছে এর অভিনয় গুণে, কাহিনীর চমৎকারিত্বে, ঘটনার বিন্যাসে, চরিত্রের বিচিত্রতায়। নাটকটি নিয়মিতভাবে ঢাকায় মঞ্চস্থ হচ্ছে। প্রতিটি প্রদর্শনীতেই রয়েছে দর্শকদের আগ্রহ আকর্ষণ এবং পুনর্বার দেখার তাগিদ। আগামী ১৫ সেপ্টেম্বর শনিবার নাটকটির ৪৪তম প্রদর্শনী হতে যাচ্ছে ঢাকার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায়। নাটকটি অভিনয়ে অংশ নিয়েছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত, যারা একই পরিবারের সদস্য। এটিও বাংলা নাটকের নতুন মেরুকরণ। যে তিনটি কারণে নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং তীব্র আগ্রহের জন্ম দিয়েছে, সে গুলো হলো: প্রথমত- বাংলাদেশের মূলধারার নাটকে নদ্দিউ নতিমই প্রথম নাটক যেখানে একজন শিশু একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে। দ্বিতীয়ত- বর্তমান সময়ে একজন মানুষ অন্য একজনকে হত্যার জন্য নিজেকে আত্মাহুতি দিচ্ছে। এই নাটকে দেখা যায় একজন মানসিক প্রতিবন্ধী শিশুকে বাঁচাতে একজন কবির নির্বিকার আত্মাহুতি। অর্থাৎ অন্যকে হত্যা করতে নয় বরং বাঁচাতেই আরেক মানুষের জীবন উৎসর্গ, যা এই সময়ের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তৃতীয়ত- এই নাটকে একটি কাল্পনিক পরিবারের কাহিনী মঞ্চস্থ হয় যা একটি বাস্তব পরিবারের সদস্যরা অভিনয়ের মাধ্যমে দর্শকের সামনে ফুটিয়ে তোলে। নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসঙ্গীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে আরিফ আহমেদ ও আবহসঙ্গীত নিয়ন্ত্রণে রয়েছেন আতিক ও আদর। দেশে ও দেশের বাইরে নদ্দিউ নতিম নাটকের একের পর এক সফল প্রদর্শনীর মধ্য দিয়ে ম্যাড থেটার দর্শকদের মন জয় করে চলেছে। আগামী আগামী ১৫ সেপ্টেম্বর প্রদর্শিত হবে নদ্দিউ নতিম নাটকের ৪৪তম মঞ্চায়ন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন