শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সান্তাহারে সন্ত্রাসীদের হামলায় আহত ১০

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া ) উপজেলা সংবাদদাতা

বগুড়ার সান্তাহারে সাংস্কৃতিক অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলায় ১০ জন আহত হয়েছে। সন্ত্রাসীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে বলে জানা গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে শহরের লোকো পৃর্ব কোলোনিতে বিজয় দিবসের খেলাধুলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকো পশ্চিম কোলোনির চায়ের দোকানী আতোয়ারের ছেলে হৃদয়ের নেতৃত্বে এক দল বখাটে সন্ত্রসীরা হামলা চালায়। আহতরা হলো- কায়ছারের ছেলে মান্নান, আব্বাসের স্ত্রী রাহাতুন, রহিমের ছেলে হিরা, রাজুর স্ত্রী বৃষ্টি, বাদশার ছেলে নয়ন, কাজল ও জাম্বু সহ ১০ জন আহত। পরে তাদের উদ্ধার করে আদমদীঘি উজজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা ওই কোলোনী বস্তিতে ও হামলা চালিয়ে ঘর বাড়ি ভাঙচুর করেছে বলে ও জানা গেছে। এ সময় স্থানীয় জনতা রিয়াজ (১৬) নামে এক যুবককে আটক করে শহর ফাঁড়ির পুলিশের নিকট সোপর্দ করেছে।
নিখোঁজের ৮ দিনেও সন্ধান মেলেনি
নিখোঁজ হওয়ার পর গত আট দিনেও সন্ধান মেলেনি বগুড়ার সান্তাহারের আয়শা বেগম (৭০) এর। এ ব্যাপারে স্থানীয় রেলওয়ে থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে। জানা যায়, গত ১৫ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে আয়শা বেগম বাড়ি থেকে বের হয়ে নীলফামারীর চিলাহাটি মেয়ের বাড়ি যওয়ার উদ্দেশ্যে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে আসেন। রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর ট্রেনে উঠার পর থেকে নিখোঁজ হন। তার পরনে ছিল মিষ্টি কালারের শাড়ি, বাম চোখ সানি পড়া, উচ্চতা আনুমানিক সাড়ে ৫ ফুট। সে শহরের নামা পোওতা গ্রামের মৃত লফিলউদ্দীনের স্ত্রী। কোন ব্যাক্তি তার সন্ধন পেলে ০১৭৩৪-১০১৬২৬ নম্বর মোবাইল ফোনে যোগযোগের জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন