শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সঙ্ঘ নির্বাচনে ইভিএম বিতর্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

ইভিএম-এ টেম্পারিং বিতর্কে ভোট গণনা বন্ধ থাকার পর অবশেষে দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সঙ্ঘের ডিইউএসইউ ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে কংগ্রেস সমর্থিক ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অব ইন্ডিয়া এনএসইউআই প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদ লাভ করেছে। অপরদিকে আরএসএস সমর্থিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রার্থীরা সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারির পদ পেয়েছে। তবে ভোট গণনার পুরো সময়ে এগিয়ে থাকার পরও সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারির পদ পক্ষে না আসায় ফলাফল স্থগিত চেয়ে হাইকোর্টে যাবার ঘোষণা দিয়েছে এনএসইউআই। নির্বাচনে মাত্র ৪২ দশমিক ৮ শতাংশ ভোট পড়ে।
ইভিএমে ভোট টেম্পারিংয়ের অভিযোগে এক পর্যায়ে গণনা স্থগিত হয়ে যায়। ভোট পুনঃগণনা ও ন্যায় বিচার কামনা করে এনএসইউআই সদস্যরা সেøাগান দিতে থাকলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় ক্যাম্পাস ও ভোট গণনাস্থলে। পরে ভোট পুনঃগণনা করে ফলাফল ঘোষণা করা হয়।
এদিকে নির্বাচনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী হবার পর গতকাল সন্ধ্যায় সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছে এনএসইউআই সদস্যরা। তাদের অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সূত্র : নিউজ১৮।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন