মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ক্ষুদে রাজকুমারের সঙ্গে খোশগল্পে ওবামা দম্পতি

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্টলেডি মিশেল ওবামা গত বৃহস্পতিবার তিন দিনের জন্য সউদি আরব থেকে ব্রিটেন সফর করছেন। গত শুক্রবার যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ওবামা ও তার স্ত্রী ফার্স্টলেডি মিশেল ওবামা মধ্যাহ্নভোজে অংশ নেন। রাতে ডিউক ও ডাচেস অব কেমব্রিজের সঙ্গে ডিনারে অংশ নেন ওবামা এবং মিশেল। রাজপরিবারের প্রধান আকর্ষণ ছিল দুই বছরের ছোট্ট রাজকুমার জর্জ। তার সঙ্গে ওবামা এবং মিশেল খুব আনন্দপূর্ণ সময় কাটিয়েছেন। জর্জকে সে সময় মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ছোট্ট একটা রাজপুত্র। তাকে ঘিরেই ছিল সব আনন্দ। তাকে কাছে পেয়ে খোশ গল্পে মেতে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। কেনসিংটন প্রাসাদে রাজপরিবার এবং ছোট্ট রাজপুত্র জর্জের সঙ্গে ওবামা এবং মিশেলের আনন্দঘন সেসব মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়। যুক্তরাজ্য সফর শেষে ওবামার জার্মানি যাবার কথা রয়েছে। এদিকে, যুক্তরাজ্য সফরের আগে ওবামা দুই দিনের সফরে সউদি আরব যান। সেখানে তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সম্মেলনে যোগ দেন। আইএস মোকাবিলায় আরব মিত্র দেশগুলোর কাছে আরও সহযোগিতা চান ওবামা। এর আগে বুধবার সউদি আরব সফরের প্রথম দিনে ওবামা সউদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাজ্য সফরকালে দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ওবামার বক্তব্য রাখার কথা রয়েছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন