শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কোটি মানুষ ক্যান্সারে মারা যাবে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

২০১৮ সালে প্রায় এককোটি মানুষ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে প্রতি ৮ জন পুরুষের মধ্যে একজন এবং প্রতি ১১ জন নারীর মধ্যে ১ জন করে মৃত্যুবরণ করবে বলেও আশঙ্কা করে সংস্থাটি। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। গবেষকরা জানান, বিশ্বে প্রতিনিয়ত জনসংখ্যা বাড়ার পাশাপাশি ক্যান্সারে আক্রান্তের হারও বেড়েই চলছে। সেইসঙ্গে, ২ হাজার ৪০ সালের মধ্যে প্রায় ৩ কোটি মানুষ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হবার আশঙ্কা করছে গবেষকরা। সম্প্রতি ১শ ৮৫টি দেশের তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এর মধ্যে চীন এবং ইন্দোনেশিয়ায় মাত্রাতিরিক্ত ধূমপান করায় সেখানে দ্রুত ক্যান্সার রোগীর সংখ্যা বেড়ে চলছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন