উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে দরিদ্র মেয়েদের জিম্মি করে যৌনকর্মে বাধ্য করা হচ্ছে জানিয়েছে ‘কোয়ালিশন অ্যাগেনস্ট ট্র্যাফিকিং ইন ওমেন’ নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ল্যাটিন অ্যামেরিকার আঞ্চলিক পরিচালক টেরেসা উলুয়া পাঁচ বছরে যৌনপাচারের শিকার প্রায় চারশ নারীর অভিজ্ঞতা থেকে তথ্য জানিয়েছেন। থমসন রয়টার্স ফাউন্ডেশনকে তিনি জানান, সাধারণত ১৫ থেকে ২৫ বছরের দরিদ্র মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে থাকে পাচারকারীরা। এরপর তাদের রাস্তায় কিংবা পতিতালয়ে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা হয়। অনেক সময় পাচারকারীরা মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তাদের বিয়ে করে। পরে ওই মেয়েরা সন্তানের জন্ম দিলে তাদেরকে সন্তানের কাছ থেকে সরিয়ে নিয়ে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা হয়। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন