বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হিমাচলে দুই সহকর্মীকে হত্যার পর ভারতীয় সেনার আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ১:৫২ পিএম

হিমাচল প্রদেশের ধর্মশালা ক্যান্টনমেন্টে দুই সহকর্মীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান। সোমবার (১৭ সেপ্টেম্বর) দিনের আলো ফোটার আগেই এ ঘটনা সংঘটিত হয়। কাংরা পুলিশকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস খবরটি জানিয়েছে।

ধর্মশালা ক্যান্টনমেন্টে এ ঘটনা ঘটে
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, হাবিলদার হারদীপ সিং ও নায়েক হারপাল সিং-কে সিপাহী জাসভির সিং নিজের আইএনএসএএস রাইফেল থেকে গুলি করে হত্যা করেন। পরে নিজেই নিজেকে গুলি করেন। কাংরা পুলিশ জানিয়েছে, রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের সবাই ১৮ শিখ রেজিমেন্টের সদস্য।

দেড় বছর আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন জাসভির সিং। আর হারদীপ সিং ২৩ বছর ও হারপাল সিং ১৮ বছর ধরে সেনাবাহিনীতে নিয়োজিত ছিলেন। পুলিশ বলছে, এ হত্যাকাণ্ডের পেছনে উদ্দেশ্য কী ছিল তা এখনও জানা যায়নি।

সামরিক গোয়েন্দা কর্মকর্তা ও কাংরা পুলিশের কর্মকর্তারা এ নিয়ে তদন্ত চালাচ্ছেন।

সেনা সদস্যদের মৃতদেহগুলো নিজেদের হিফাজতে নিয়েছে কাংরা পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন