বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বহু দেশ ডলারের বিকল্প চায় -রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ৫:২২ পিএম

এশিয়া ও ইউরোপের বহু দেশ আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলারের বিকল্প মুদ্রা ব্যবহার করতে চায়। রোববার মস্কোয় একথা জানান রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর পার্স টুডে।
পেসকভ বলেন, ডলারের সরবরাহকারী হিসেবে মার্কিন সরকার এমন কিছু ব্যবহার করছে যার কারণে এই আন্তর্জাতিক মুদ্রার প্রতি আস্থা কমে গেছে। তিনি আরো বলেন, যেসব দেশ আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলার পরিহার করতে চায় তাদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, এসব দেশ এখন এই বাস্তবতা উপলব্ধি করতে পেরেছে যে, ডলারের ওপর নির্ভরশীলতা পুরোপুরি পরিহার করা সম্ভব এবং এ কাজ যত দ্রুত করা যায় ততোই মঙ্গল।
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শুক্রবার বলেছিলেন, তার ব্যাংক মার্কিন ডলারের ব্যবহার পরিত্যাগ করার নীতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার একটি বেসরকারি ব্যাংকের প্রধান আন্দ্রে কোস্তিন সম্প্রতি রাশিয়ার আন্তর্জাতিক লেনদেন থেকে ডলার সরিয়ে ফেলার পরিকল্পনা পেশ করেছেন।
সম্প্রতি তুরস্ক সরকারও একই ধরনের আহ্বান জানিয়েছে। ইরান আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেন থেকে ডলার বাদ দেয়ার দাবি জানিয়ে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন