শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দুইটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করলো ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ৮:২০ পিএম

সফলভাবে দুইটি ব্রিটিশ স্যাটেলাইট উৎক্ষেপন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। রবিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৮ মিনিটের দিকে সতীশ ধাওয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘নোভা এসএআর ’ও ‘এস ১–৪’ নামের দুইটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়।
ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি) সিরিজের ‘সি৪২’ রকেটে করে মহাকাশে পাঠানো হয়েছে ব্রিটেনের দু’টি স্যাটেলাইট। দু’টির মোট ওজন ৮৮৯ কিলোগ্রাম।
এই ধরনের স্যাটেলাইটের সাহায্যে বন থেকে শুরু করে বন্যা এবং বিপর্যয়ের বিস্তারিত অবস্থা জানা যায়। এটি নির্মাণ করেছে ব্রিটেনের সংস্থা সারি টেকনলজিস লিমিটেড। এই মিশনটিকে বাস্তবায়নের জন্য ব্রিটেনের সংস্থার সঙ্গে চুক্তি করেছিল ইসরোর বাণিজ্যিক শাখা অ্যান্ট্রিক্স করপোরেশন। সূত্রঃ টিওআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন