শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শান্তি পেতে তাগুতের সংশ্রব ছেড়ে ইসলামের ছায়াতলে ফিরে আসতে হবে -মুফতী সৈয়দ ফয়জুল করীম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ৫:০৩ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না থাকায় সর্বত্র মজলুম মানুষের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠছে। বর্তমান সমাজ ব্যবস্থা মানুষের কল্যাণ করতে ব্যর্থ হয়েছে। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মুক্তির ও নাজাতের ধর্ম। শান্তি ও কল্যাণ পেতে সকলকে তাগুতের সংশ্রব ছেড়ে ইসলামের সুশীতল ছায়াতলে ফিরে আসতে হবে। ৯২ ভাগ মুসলমানের দেশে ইসলাম নেই, বরং ইসলাম এ ভূখন্ডে পরাজিত। ইসলামকে পরাজিত রেখে কোন মানুষ আল্লাহর অনুগ্রহ পেতে পারে না। তিনি বলেন, দেশের রাজনীতিতে সৎ ও যোগ্য নেতৃত্বের বড়ই অভাব। সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে আজ দুর্নীতিবাজরা দেশ শাসন করছে। তিনি বলেন, শোষিত-বঞ্চিত, মজলুম গণ-মানুষের পক্ষে ভূমিকা পালন করতে এবং সমাজের নেতৃত্ব জালেমের হাত থেকে আলেমদের হাতে আনতে না পারলে কখনও শান্তি আসবে না।
গতকাল সন্ধ্যায় রাজধানীর পূর্ব জুরাইন ১নং সড়কের পশ্চিম পাশের ফাঁকা মাঠ আল মদীনা জামে মসজিদ চত্ত¡রে ফয়জুল করীম কওমী মাদরাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক বিশাল ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিশিষ্ট সমাজসেবক ও অত্র মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জাফর মাহমুদ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ পীর সাহেব খুলনা, মাওলানা ক্বারী মাসউদুর রহমান। বয়ান পেশ করবেন মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতী ইমদাদুল হক, মাওলানা ইয়াহইয়া। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম, মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jahangir Bay ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ৫:৪২ পিএম says : 0
ভালো বলেছেন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন