বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস কাল

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৬ এএম

প্রতিবছর ২২ সেপ্টেম্বর ওয়ার্ল্ড কার-ফ্রি ডে বা বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালন হিসেবে পালন করা হয়। সত্তরের দশকে জ্বালানী সঙ্কট মোকবেলায় ইউরোপে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণে দিবসটির প্রচলন ঘটে। বর্তমানে বিশ্বের প্রায় ৪ হাজার শহরে দিবসটি পালন করা হয়।
বাংলাদেশে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)সহ সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে দিবসটি পালনে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতকাল রাজধানীর তোপখানা রোডস্থ সিরডাপ মিলনায়তনে ডিটিসিএ’র আয়োজনে এক এক আলোচনায় বিশেষজ্ঞ বিশিষ্টজনরা বলেন, রাজধানী ঢাকাকে বাসযোগ্য, যানজটমুক্ত ও পরিবহনখাতকে সুশৃঙ্খল করার মেগা পরিকল্পনা নেয়া হলেও তা বাস্তবায়ন হয় না। এর কারণ সরকারের কৌশল ও পর্যাপ্ত অর্থনৈতিক বরাদ্দ না থাকা, বিভিন্ন সংস্থা, কর্তৃপক্ষ ও থার্ড পার্টির স্বার্থ। তবে পরিকল্পনা গ্রহণ করে স্বল্পমেয়াদেই বাস্তবায়নের নজির রয়েছে খোদ রাজধানীর গুলশান ও হাতিরঝিলে। এখান থেকেই সরকার, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) শিক্ষা নিতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞ ও বিশিষ্টজনরা। ডিটিসিএ এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খন্দকার রাকিবুর রহমানের সঞ্চালনায় সভায় পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল অধ্যাপক মোয়াজ্জেম হোসেন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সহ-সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেন। আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামিস্ট আবুল মকসুদ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন