শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ইথিওপিয়ার ‘খাট’ ডাকে চট্টগ্রামে এসে ধরা খেল

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৬ এএম

গ্রিন টি বা সবুজ চায়ের ঘোষণা দিয়ে আনা হলো নতুন ধরনের মাদক ‘খাট’। এ মাদকের ২০৮ কেজির দুইটি চালান জব্দ করা হয়েছে। ইথিওপিয়া থেকে এসব খাট বাংলাদেশে পাঠানো হয়। এর আগে রাজধানী থেকে খাটের কয়েকটি চালান জব্দ করা হলেও চট্টগ্রামে প্রথমবারের মতো এ মাদকের চালান জব্দ করা হলো। বৈদেশিক ডাক বিভাগের মাধ্যমে গত ৩০ আগস্ট চট্টগ্রামে এসে পৌঁছে খাটের এই চালান দুটি। এর আগে এগুলো এসেছিল ঢাকা পোস্ট অফিসে। সেখান থেকে চট্টগ্রাম ও ফেনীর ঠিকানায় আসা দুটি পার্সেল চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ খবর পেয়ে চালান দু’টি আটক করে। গত ৬ সেপ্টেম্বর পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরীক্ষা করে জানা যায়, এগুলো গ্রিন টি নয় বরং ভয়ানক মাদক খাট।
গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রাম কাস্টমস হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাস্টমস কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, একই সময়ে দুটি আলাদা পার্সেলে মোট ১৩টি কার্টনে ২০৮ কেজি খাট বাংলাদেশে আসে। এগুলোর একটির প্রেরক ইথিওপিয়ার জিয়াদ মোহাম্মদ। প্রাপক হিসেবে লেখা হয়েছে, মোঃ ইফতেখার হোসেনের নাম। তার ঠিকান, বাড়ি নম্বর ২৩, রোড ১, লেইন ৪, নিউ এ বøক হালিশহর। মোট ১০ টি কার্টনে তার নামে পাঠানো হয়েছে ১৬০ কেজি খাট। আরেকটি পার্সেল এসেছে ইথিওপিয়ার জেমিরা ট্রেডিং (পিএলসি) থেকে। এটির প্রাপক আরিফ এন্টারপ্রাইজ। ঠিকানায় লেখা হয়েছে, আরিফ ভূঁইয়া, শান্তিধারা আবাসিক এলাকা, শান্তি কোম্পানি, ফেনী সদর, ফেনী। এই ঠিকানার অনুকূলে তিনটি কার্টনে ৪৮ কেজি খাট পাঠানো হয়েছে। কাস্টমস কমিশনার আরো বলেন, এটি হচ্ছে ক্যাথেলিন গ্রুপের একটি উদ্ভিজ্জ পদার্থ। এই মাদক ইয়াবার চেয়েও ভয়ঙ্কর। যা জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তদন্তে দেখা গেছে, যেসব ঠিকানায় পাঠানো হয়েছে সেগুলো সঠিক নয়। অর্থাৎ ভুয়া ঠিকানা ও প্রেরকের নাম ব্যবহার করা হয়েছে। তবে কারা এই বিপুল পরিমাণ খাট আমদানির সঙ্গে যুক্ত তা খুঁজে দেখা হচ্ছে বলেও জানান কাস্টমস কমিশনার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন