বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গরু আমাদের অক্সিজেন দেয় -বিজেপি মন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ৬:১০ পিএম

ভারতের উত্তরাখন্ড রাজ্যের বিজেপি দলীয় পশুপালন মন্ত্রী রেখা আর্য বিধানসভা অধিবেশনে বলেন, গরু আমাদের অক্সিজেন দেয়। তাকে রাষ্ট্রমাতা ঘোষণা করা হোক।তার এ দাবির পর সেই মর্মে বিলও পাশ হয়েছে সর্বসম্মতিক্রমে। খবর আনন্দবাজার পত্রিকা।
বুধবার উত্তরাখণ্ড বিধানসভার অধিবেশনে এ ঘটনা ঘটে। সেখানে হাজির ছিলেন রাজ্যের পশুপালন দপ্তরের মন্ত্রী রেখা আর্য। বিধায়কদের সামনে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার দাবি তোলেন তিনি। বলেন, ‘‘গরুই একমাত্র পশু, যে শ্বাস গ্রহণের সময় শুধুমাত্র অক্সিজেন গ্রহণ করে না, প্রশ্বাসের সঙ্গে তা পরিবেশে ফিরিয়েও দেয়।’’
গো-মূত্র ব্যবহার করে চিকিৎসার গুণাগুণ নিয়ে লম্বা চওড়া বক্তৃতা করেন তিনি। সেই সঙ্গে যোগ করেন, ‘‘গরু মাতৃত্বের স্বরূপ। মায়ের দুধের পর, গরুর দুধই শিশুর জন্য সবচেয়ে উপকারী। বিজ্ঞানও তা মেনে নিয়েছে।’’
দেশ জুড়ে গো-সুরক্ষা নিয়ে সচেতনতা তৈরি করতে হলে, গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করা ছাড়া উপায় নেই বলেও দাবি করেন তিনি।
তবে আশ্চর্যের ব্যাপার হল, বিধানসভায় দাঁড়িয়ে তিনি যখন এমন মন্তব্য করছিলেন, তখন বিন্দুমাত্র প্রতিবাদ জানাননি বাকিরা। এমনকি, এ নিয়ে উচ্চবাচ্য করতে দেখা যায়নি বিরোধীদের কাউকেও। অনুমোদনের জন্য খুব শিগগির বিলটি পাঠানো হবে কেন্দ্রের কাছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন