শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইসলামের আদর্শ বুকে ধারণ করে শিক্ষার্থীদের অগ্রসর হতে হবে -মাওলানা রূহুল আমীন খান

প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা রূহুল আমীন খাঁন বলেছেন, ইসলামের আদর্শ বুকে ধারণ করে শিক্ষার্থীদের সুশিক্ষার পথে অগ্রসর হতে হবে। সুন্দর সমাজ বির্নিমাণে আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষার গুরুত্ব অনুধাবন করা প্রয়োজন। ব্যক্তি জীবনে চরিত্র গঠনের মাধ্যমে নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির উন্নয়নে সর্বক্ষেত্রে শিক্ষার সুফল নিশ্চিত করার পাশাপাশি ইসলাম ও আক্বিদার পথকে সুদৃঢ় করতে ক্যাম্পাসসহ মাঠে ময়দানে কাজ করার বিকল্প নেই। হাদিস শিক্ষার মাধ্যমে দু’জাহানের মঙ্গল অর্জন করা সম্ভব। শনিবার জকিগঞ্জের হাবিবিয়া রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসায় নবম শ্রেণীর ছাত্রীদের সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মাওলানা রূহুল আমীন খাঁন শিক্ষার্থীদের মাঝে পবিত্র হাদিস শরিফের সবক প্রদান ও দোয়া পরিচালনা করেন। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল হামিদ লাল সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন