শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মহাকাশ গবেষণায় জাপানের সাফল্য

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জাপানের পাঠানো একজোড়া রোবট রোভার অবতরণ করেছে একটি গ্রহাণুর ওপর। এরপর সেখানে তথ্য অনুসন্ধান শুরু করেছে। শনিবার জাপানের মহাকাশ বিষয়ক এজেন্সি এ খবর জানিয়েছে। এর মধ্য দিয়ে জাপান আমাদের সৌরজগতের উৎস সম্পর্কে তথ্য অনুসন্ধান করছে, জানার ব্যবস্থা করছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) মতে, কোনো গ্রহাণুর পৃষ্ঠে
চলমান রোবোটিক পর্যবেক্ষণ বিশ্বে এটাই প্রম। জাক্সা বলেছে, জাপানের হায়াবুসা ২ নামের ওই রোবোটিক রোভার উৎক্ষেপণ করা হয়। এর একদিন পরেই তা সফলতার সঙ্গে পৌঁছে
যায় রাইউগু গ্রহাণুতে। দুটি রোভারের প্রতিটিই স্বাভাবিকভাবে কাজ করছে এবং রাইউগু গ্রহাণুর পৃষ্ঠে অনুসন্ধান শুরু করেছে। এনএইচকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন