গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থি। এ আইন অবিলম্বে বাতিলের তিনি দাবি জানান। গণফোরামের কার্যালয়ে গতকাল কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এ দাবি জানান।
বিশিষ্ট এই আইনজীবি ডিজিটাল নিরাপত্তা আইন পাশের তীব্র নিন্দা ও প্রতিবিাদ জানান। তিনি বলেন, অভিযোগ ছাড়া যে কোন ব্যক্তিকে তল্লাশি, জব্দ ও গ্রেফতার করার জন্য পুলিশকে ক্ষমতা দেয়াসহ যে কালো আইন ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ পাশ করা হয়েছে তার তীব্র নিন্দা জানাই। এ আইন মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থি। এই আইন অবিলম্বে বাতিল করুন। ড. কামাল হোসেন বলেন, গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করতে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোন বিকল্প নেই। তাই নির্বাচনের পূর্বে সংসদ ভেঙ্গে দিয়ে দল নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পর্নগঠনের তিনি সরকারের প্রতি আহবান জানান।
ড. কামাল হোসেন বলেন, গণতন্ত্র আইনের শাসন ও একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আজ সারাদেশে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। এই জাতীয় ঐক্য জেলা,উপজেলা থেকে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে বিস্তৃত করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন, মোস্তফা মোহসীন মন্টু, মফিজুল ইসলাম খান কামাল, এডভোকেট এস এম আলতাফ হোসেন, মোকাব্বির খান, রফিকুল ইসলাম পথিক প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন